নাকাশিপাড়া: মেলায় গিয়ে রাত করে বাড়ি ফেরায় মায়ের বকুনি অভিমানে আত্মঘাতী বেথুয়াডহরি কলেজের ছাত্রী
ঘটনাটি বেথুয়াডহরিতে মেলায় এসে রাত করে বাড়ি ফেরে মেয়ে। সেই কারণে র মা মেয়েকে বকাবকি করে। এই অভিমানে আত্মঘাতী হয় মেয়ে। বেথুয়াডহরি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। মঙ্গলবার বিকেলের তাকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে বেথুয়া ডহরি হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।সেই মৃতদেহ গতকাল নাকাশিপাড়া থানায় রাখা হয়।আজ ময়নতদন্তের জন্য শক্তিনগর পাঠানো হয়।