সাগর: সামনেই গঙ্গাসাগর মেলা 2026 তার আগেই ঘাট মেরামতের জন্য মাটি ফেলার কাজ শুরু হয়েছে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে।
প্রাকৃতিক দুর্যোগ ও ভরা কোটালের তাণ্ডবে কার্যত ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল এক নম্বর স্নানঘাট থেকে ছয় নম্বর স্নানঘাট পর্যন্ত। ইতিমধ্যে ঘাট গুলো পরিদর্শন করেছে প্রশাসনিক আধিকারিকরা । তাই সামনে আসন্ন গঙ্গাসাগর মেলাকে লক্ষ্য করে ঘাট মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর।।