হেমতাবাদ: হেমতাবাদে দুইটি পৃথক মারপিটের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত
হেমতাবাদে পৃথক দুটি মারপিটের ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম হামেদ আলি ৫০ বাড়ি হেমতাবাদ ব্লকের শেখপুরা এলাকায় অপর ব্যক্তির নাম ছুটু ইসাক মোহাম্মদ ৫২ বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দধিকোটবাড়ি এলাকায়।