ডেবরা: বাঁশদা এলাকায় বিপজ্জনক অবস্থায় ঝুলছে বিদ্যুৎ এর তার,ছবি উঠে এলো পাবলিক অ্যাপ এর ক্যামেরায়, খতিয়ে দেখার আশ্বাস বিডিওর
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহন পুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের বাঁশদা এলাকায় কয়েক বছর ধরে বিপদজনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় বিপদ।বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পাবলিক অ্যাপ এর ক্যামেরায় উঠে এলো সেই ছবি। যদিও এ বিষয়ে বিডিও জানিয়েছেন এস এম এর সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।