রায়পুরের সব্দনগরে ঢালাই রাস্তার উদ্বোধন, দুর্ভোগের অবসান নওদা ব্লকের রায়পুর অঞ্চলের সব্দনগর গ্রামে দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগের অবসান ঘটল শুক্রবার সকালে। সাধারণ মানুষের সুবিধার্থে নবনির্মিত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ। উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ সেখ সহ অঞ্চল নেতৃত্বরা। স্থানীয় বাসিন্দাদের আশা, এই রাস্তা চালু হওয়ায় যাতায়াত ও দৈনন্দিন কাজকর্ম আরও সহজ হবে।