মন্তেশ্বর: সাতগেছিয়াতে বাইক নিয়ে ট্রায়াল দিতে গিয়ে বিপত্তি, মৃত্যু হলো এক যুবকের
বুধবার রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হলো মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়াতে। যদিও কী ভাবে দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত জানা যায় নি। স্থানীয়রা দেখতে পেয়ে দুজন বাইক আরোহীকে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। চিকিৎসক একজন কে মৃত ঘোষণা করে। আর এক আহত যুবক কে বর্ধমান হাসপাতালে রেফার করে।