শুক্রবার বিকালে মন্তেশ্বর ব্লকের দেনুড় পঞ্চায়েতের গলাতুন ঘোষপাড়া মোড়ে পরিবর্তন সভা আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে বিজেপি নেতা বলেন ৩৪ বছর ধরে বামফ্রন্ট ও ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস মন্তেশ্বরের কোন উন্নতি করেনি। হাসপাতালের অবস্থা বেহাল, বিএলআরও দপ্তর দালালদের ঘুঘুর বাসা, রাস্তাঘাট বেহাল অবস্থা, দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস ডুবে আছে।