পুরশুড়া: পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে পুরশুড়ার ঘোলদিগরুই যুব কল্যাণ কমিটির উদ্যোগে ইমামদের সংবর্ধনা অনুষ্ঠান
পুরশুড়ার ঘোলদিগরুই যুব কল্যাণ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে ইমামদের সংবর্ধনা অনুষ্ঠান পালন করা হয়। ঘোলদিগরুই এলাকার দুই মসজিদের ইমামকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন দুই মসজিদ এলাকার বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ।