আজ পার্টির জেলা দপ্তরে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও পার্টির প্রাক্তন জেলা সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় ব্যানার্জির স্ত্রী ও মহিলা সমিতির প্রথম সম্পাদিকা কমরেড অলকা ব্যানার্জির মরদেহ এলে পার্টির প্রবীণ নেতা মনোরঞ্জন বসু তাঁর মরদেহে পার্টির লাল পতাকা ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক ও পার্টির জেলা কমিটির সদস্য শিউলি মিদ্যা প্রয়াতা কমরেডের মরদেহে সংগঠনের পতাকা ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও মরদ