বলরামপুর: ৪৯বছরে পড়লো রাঙাডি গ্রামে ব্যানার্জী বাড়ির জগদ্ধাত্রী পুজো,সর্বস্তরের মানুষের উপস্থিতি
১৯৭৬ সাল থেকে রাঙ্গাডি গ্ৰামে জগদ্ধাত্রী পূজা হয়ে আসছে জাঁকজমক ভাবে।রাঙ্গাডি গ্ৰামের ব্যানার্জি পরিবারের নিজস্ব উদ্যোগে এই পূজো আয়োজিত হলের পুজোয় গ্রামের মানুষের ভীড় জমে মন্দিরে।পুজোর পরের দিন সমস্ত গ্রামবাসী এবং অন্যান্যদের জন্য অন্নপ্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা করেন।