মন্তেশ্বর: SIR শুরু হওয়ার সাথে সাথে অঞ্চলে অঞ্চলে তৃণমূল কর্মীদেরও সজাগ থাকতে হবে, বললেন মন্তেশ্বরের বিধায়ক
রাজ্যের সর্বত্রই শুরু হয়েছে SIR, বুথ লেভেল অফিসার ভোটারদের ঘরে ঘরে যেতে শুরু করেছেন। এই সময় মঙ্গলবার বিকালে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকে সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে এস আই আর (SIR) সংক্রান্ত বিষয় নিয়ে মেমারি দু'নম্বর ব্লক কমিটি সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন।