বলরামপুর: হাঁসপুর মোড়ে আগুন লেগে ভস্মিভূত মুদিদোকান,অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম দোকান মালিক
আগুন লেগে ভস্মিভূত একটি মুদির দোকান সহ এডবেস্টারের চালা বাড়ি ।অগ্নি দগ্ধ হয়ে গুরুতর আহত দোকানের মালিক হরিপদ মাহাতো।গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দোকানের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো গেলেও, লক্ষাধিক টাকার ক্ষতির দাবি।দমকল আধিকারিক ও কর্মীদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।