গোসাবা: গোসাবার জেমসপুরে শট সাৰ্কিটে আগুনে পুরে আহত গৃহবধুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো কলকাতার বেসরকারি নার্সিংহোমে রবিবার
গোসাবার জেমসপুরে শট সাৰ্কিটে আগুনে পুরে আহত গৃহবধুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো কলকাতার বেসরকারি নার্সিংহোমে রবিবার রাত ৯টা নাগাদ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়া GP র জেমসপুরে শনিবার রাতে শট সাৰ্কিটের কারণে শ্যামাপদ মন্ডল নাম এক ব্যক্তির মুদিখানা দোকান আগুনে পুরে ভস্মিভূত হয়ে গিয়েছিলো। দোকানে থাকা কালীন দোকানের মালিক শ্যামাপদ মন্ডল এর বৌমা লতিকা মন্ডল আগুনে পুরে গুরুতর আহত হন, স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিল