ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাবের ৯৯ তম বর্ষের কালীপুজোর থিম কেদারনাথ মন্দির
শক্তির দেবীর আরাধনায় মেতে উঠেছে দেশবাসী। পিছিয়ে নেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম শহরের একাধিক পুজো মণ্ডপে বিভিন্ন থিমের ভাবনায় তৈরি হয়েছে মণ্ডপ ও প্রতিমা। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের অফিসার্স ক্লাবের ৯৯ তম বর্ষের কালীপুজোর থিম কেদার নাথ মন্দির। সোমবার দুপুরে দেখা গেল কালী পুজোকে কেন্দ্র করে চরম ব্যস্ততার উদ্যোক্তাদের মধ্যে । ডাকের সাজে নীল বর্ণা কালী পূজিত হয় ।পুজোর উদ্যোক্তা অশোক ভট্টাচার্য বলেন," ঝাড়গ্রাম শহরের প্রাচীন পূজা এই কালীপুজো"।