কুলতলি: কুন্দখালি গোড়াবর অঞ্চলের নাপিতখালী ২২,২৬ ও২৭ নম্বর বুথে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান মেগা ক্যাম্প
কুলতলী ব্লকের কুন্দখালি গোডাবর অঞ্চলের ২২,২৬ ও ২৭ নম্বর বুথে আজ অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান মেগা ক্যাম্প। যেখানে উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধি, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিকরণের আধিকারিকসহ একাধিক জনপ্রতিনিধি। এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।