মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন হরিমন্দির এলাকায় সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হল। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন, তৃণমূলের অঞ্চল সভাপতি মিন্টু বীর সহ তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন জানান মঙ্গলবার কোচবিহারে তৃণমূল সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা আছে, সেই উপলক্ষেই এদিনের এই কর্মসূচি।