ভগবানগোলা ২: রানিতলা থানার অভিযানে কালীপুজোর রাতে নন্দনপুরে জুয়াচক্রে হানা, গ্রেফতার পাঁচ যুবক
কালীপুজোর রাত — ভাগ্য পরীক্ষার নামে যখন বিভিন্ন প্রান্তে গোপনে চলছিল জুয়ার আসর, তখনই নন্দনপুর গ্রামে রাতের অন্ধকারে চালু হয়েছিল এক জুয়াচক্র। গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় রানিতলা থানার পুলিশ। রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ মহাশয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই স্থানে হানা দিয়ে গ্রেফতার করে পাঁচ যুবককে। অভিযানের সময় উদ্ধার হয় “ফর খেলার” বিভিন্ন সরঞ্জাম ও প্রায় ১,৫০০ টাকা নগদ অর্থ। পুলিশ সূত্রে জানা গেছে, কালীপুজোর রাতে এমন বহু এলাকা