গোসাবা: গোসাবার রাঙাবেলিয়াতে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রীকে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে মঙ্গলবার রাতে
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের রাঙাবেলিয়া GPর বাগবাগানে মঙ্গলবার রাত ৮টা নাগাদ টিউশন সেরে যখন বাড়ি ফিরছিলো, সংযুক্তা বারিক নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রী বাবা স্বপন বারিক এর সাথে।তখন একটি বাইক এসে তাঁকে স্বজরে ধাক্কা মারে।পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে গোসাবা ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মঙ্গলবার গভীর রাতে।