কুলতলি: অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের আশ্বাস পেতেই তড়িঘড়ি সভা করলো ক্লাব সংগঠন পালের চকে
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক শান্তি সংঘের সদস্যরা আজ সন্ধ্যাকালীন তড়িঘড়ি সভা ডাকলেন ।এই সভার বিষয় নিয়ে জালাবেড়িয়া এক নম্বর অঞ্চল প্রধান অসীম হালদার কি জানালেন শুনুন তারই মুখ থেকে।