চোপড়া: বাইক চালককে বাঁচাতে গিয়ে নয়নজলিতে পড়ল ছোট গাড়ি
বাইক চালককে বাঁচাতে গিয়ে নয়নজলিতে পড়ল ছোট গাড়ি চোপড়া: সোমবার বিকেল প্রায় পাঁচটার সময় চোপড়ার ধুলিয়ামোড় এলাকায় একটি ছোট গাড়ির দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কালাগছ থেকে ভৌসপিটা অভিমুখে একটি ছোট গাড়ি যাচ্ছিল। ছোট গাড়িটি ধুলিয়ামোর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইককে বাঁচাতে গিয়ে চালক গাড়ির হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ছোট গাড়িটি রাস্তা ছেড়ে নয়নজলিতে গিয়ে পড়ে যায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। স্থান