আমবাসা: অল ড্রাইভার কল্যাণ সংঘ ধলাই জেলার উদ্যোগে আমবাসা টি আর টি সি পাড়ায় কালী মন্দির প্রাঙ্গনে দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজ
Ambassa, Dhalai | Sep 17, 2025 ভাদ্র মাসের সংক্রান্তির শেষ লগ্নে এবং আশ্বিনের শারদ প্রাতের সূচনা লগ্নে অল ড্রাইভার কল্যাণ সংঘ ধলাই জেলার উদ্যোগে আমবাসা টি আর টি সি পাড়ায় কালী মন্দির প্রাঙ্গনে দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। উপিস্থিত ছিলেন সংঘটনের রাজ্য সভাপতি মন্দন ঋষিদাস সহ ধলাই জেলার অন্যান্য নেতৃবর্গ। বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে দুপুরে পুজার্চনা, এলাকাবাসীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।