স্বরূপনগর: দুই অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠাল স্বরূপনগর থানার পুলিশ
ইতিপূর্বে পৃথক পৃথক অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিন নিয়ে পুনরায় আদালতে হাজিরা না দেওয়ায়, আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় পুলিশ তাদেরকে খুঁজছিল | অভিযুক্তরা পুলিশের চোখ এড়িয়ে চলছিল |গোপন সংবাদের সূত্র ধরে পৃথক পৃথকভাবে অভিযানে নেমে ওই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে |অভিযুক্তরা হলেন মাসাবুল ইসলাম মন্ডল বাড়ি হুগলি বুরুজ এলাকায় অন্য জনের বাড়ি বাদুড়িয়া থানাএলাকায় তার নাম সাবুর আলী সরদার | আজ একই সাথে ওই দুই অভিযুক্