নওদা: আমতলা ঘাটে নৌকা থেকে টোটো উল্টে যাওয়ার পর উদ্ধার করল স্থানীয় মানুষজন ও ঘাট মালিক
আমতলা ঘাটে নৌকা থেকে টোটো উল্টে যাওয়ার পর উদ্ধার করল স্থানীয় মানুষজন ও ঘাট মালিক। নওদা ব্লকের আমতলা ঘাটে আজ দুপুরেএকটি টোটো নৌকা থেকে পড়ে নদীতে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘাট পারাপারের সময় ভারসাম্য হারিয়ে টোটোটি হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখেই উপস্থিত অন্যান্য নৌকা মালিক ও ঘাটের শ্রমিকরা দ্রুত নেমে পড়েন উদ্ধার কাজে। কিছুক্ষণ চেষ্টার পর সকলের সহযোগিতায় টোটোটি নদী থেকে তোলা হয়। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে ঘট