বলরামপুর: সাইবুড্ডি মোড়ে গালাগালির প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে দুই যুবকের উপর প্রাণঘাতী হামলা,অভিযুক্ত দুই যুবক গ্রেফতার
অশ্লীল ভাষায় গালাগালি,প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে দুই যুবকের উপর প্রাণঘাতী হামলা চালালো স্থানীয় দুই যুবক।ঘটনা বলরামপুর থানার সাইবুড্ডি মোড়ে।ঘটনায় ফলারি কুমার ও সুবোধ কর্মকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ।জখম দুজনের নাম বিভীষণ মণ্ডল এবং সুজিত সিং সর্দার।