উদয়পুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ গৃহবধূর, ঘটনা উদয়পুর ফুলকুমারী কলুয়াডেপা এলাকায়, মৃত গৃহবধুর নাম সবিতা দেববর্মা।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ গৃহবধূর, ঘটনা উদয়পুর ফুলকুমারী কলুয়াডেপা এলাকায়। মৃত গৃহবধুর নাম সবিতা দেববর্মা। সংবাদে জানা যায় নিজ বাড়িতেই বিদ্যুৎসৃষ্টি হয়ে মৃত্যু হয় সবিতা দেববর্মার। শনিবার গোমতির জেলা হাসপাতালে ময়নাতদন্ত করার পরেই মৃতদেহটি পরিবার হাতে তুলে দেয় চিকিৎসকরা।