নাকাশিপাড়া: বেথুয়াডহরি গান্ধী মোড়ে ধান-বোঝাই টোটো উল্টে বিপত্তি উদ্ধারে পুলিশ
ঘটনাটি বেথুয়াডহরী গান্ধী মোড়ে আজ সকালে। একটি ধান বস্তা বোঝাই করা টোটোর সামনে একটি ভ্যান পড়ে যায়। টোটো টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টোটোর সামনে কাঁচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।কিছুক্ষণের জন্য রাস্তা জ্যাম হয়।এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় নাকাশিপাড়া পুলিশ। সেখান থেকে ধানের বস্তা গুলো সরিয়ে ফেলা এবং টোটো টিকে উদ্ধার করা হয়।