জয়নগর ২: কুলতলী বিধানসভায় পর্যটন কেন্দ্র গুলি পর্যটকদের রাত্রি নিবাস তৈরীর দাবি জানালেন সিপিআইএম নেতা
কুলতলী বিধানসভায় একাধিক পর্যটন কেন্দ্র আছে। সেখানেই পর্যটকদের ভালো ভিড় হয়। কিন্তু পর্যটকদের রাত্রি নিবাস না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের। আর রাত্রি নিবাস তৈরির দাবি জানালেন সিপিআইএম নেতা ,কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয় নিয়ে কি জানালেন শুনুন তারই কথা।