বর্ধমান ১: ওরাও পরিবারের সদস্য,তাই বর্ধমান শহরে তৈরি হলো পেট ফ্রেন্ডলি ক্যাফে বা রেস্টুরেন্ট,কি হয় এখানে জানেন! দেখুন ভিডিও
বেশিরভাগ মানুষই যাদের বাড়িতে পোষ্য আছে, তারা নিজেদের পোষ্যদের মনে করেন ঠিক নিজেদের সন্তানের মতই। তাই তাদের কাছ ছাড়া করতে চান না এক মুহূর্তের জন্যও কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না সব সময় কারণ রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না ওদের। আবার কোথাও নিয়ে যাওয়ার অনুমতি থাকলে চিন্তা হয়ে দাঁড়ায় আমরা খাব আর ওরা ? ওরা কি খাবে ? তবে এবার যেকোনো চিন্তা ছাড়াই আপনি আপনার পোশাকে নিয়ে যেতে পারবেন রেস্টুরেন্টে,খেতে পারবেন একসঙ্গে বসেই।