ময়নাগুড়িতে সেফটিপিন ম্যানকে ঘিরে কৌতুহল জলপাইগুড়ির ময়নাগুড়ির রাস্তার ধারে কখনও হন হন করে হেঁটে যাচ্ছেন সেফটিপিন ম্যান। কখনও আবার তিনি ঢুকে পড়ছেন দোকানে, বাজারে কিংবা বাড়িতে। তাঁকে ঘিরে জমছে ভিড়। মোবাইলে উঠছে ছবি। এমনকি রাস্তায় থমকে যাচ্ছে গাড়ি! কিন্তু কে এই সেফটিপিন ম্যান? এলেনই বা কোথা থেকে? আসলে তাঁর নাম অধীর বর্মন। বাড়ি ফালাকাটার মশলাপট্টিতে। আগে অন্য ব্যবসা করতেন। লাভ না হওয়ায় ছেড়ে দিয়েছেন। এখন ঘুরে ঘুরে সেফটিপিন বিক্রি করেন।