মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ১০৮ ছোট কুচলিবাড়ি গ্রামে গরু পাচার কাণ্ডে দুই পঞ্চায়েত সদস্যের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তছলিম আলী এবং পঞ্চায়েত সদস্যা হানুফা খাতুনের স্বামী এমডি লতিফ। এই ঘটনায় শাসক শিবির অস্বস্তিতে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে মজুদ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে।