পাথরপ্রতিমা: চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে গদবেড়িয়া ইমামদ্দিপুর থেকে নাবালিকা প্রসূতির স্বামীকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ
রহড়া থানা এলাকার এক নাবালিকাকে বিয়ে করার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় রহড়ার হাসপাতালে, সেখানে প্রসূতির জন্মের কাগজপত্র পরীক্ষা করার পর জানা যায় ওই প্রসূতি নাবালিকা, এরপর হাসপাতালে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ ৯ অক্টোবর গভীর রাতে ঢোলাহাটের গদবেড়িয়া ইমামদ্দিপুর এলাকা থেকে স্বামীকে গ্রেফতার করে ঢোলাহাট থানার পুলিশ