চাঁচল ২: মতিহারপুরে পুলিশের অভিনব প্রচার: বাল্যবিবাহের বিরুদ্ধে নাটক-গম্ভীরা
কমবয়সে মেয়ের বিয়ে দিলে মৃত্যুর ঝুঁকি থাকছে।শারীরিক অসুস্থতার পাশাপাশি সংসারিক জীবনে অশান্তি সৃষ্টি।বাল্যবিবাহে একাধিক মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে সমাজে। বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও গম্ভীরা গানের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করা হল। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ মালদহ জেলা পুলিশ ও মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়।