মাথাভাঙা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গা সংলগ্ন এলাকায় বিষপান করে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের।শুক্রবার বিকেল চারটে নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে এলে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে এদিন সকালে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিশ বর্মন নামের ওই সিভিক ভলান্টিয়ার।পারিবারিক অশান্তির জেরে ওই সিভিক ভলান্টিয়ার বিষ পান করে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছ