সামসেরগঞ্জ থানার সক্রিয়তায় বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো। শনিবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সামসেরগঞ্জ থানার পুলিশ ধূলিয়ান ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন পুলিশ সুতি থানার অন্তর্গত হাসানপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় মোট ৩৪৩টি ৫০০ টাকার জাল নোট, যার মোট মূল্য ১ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা।