সিউড়ি ২: গাংটে গ্রামে শ্রীমা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ বছর প্রথম দুর্গাপুজোর আয়োজন নিয়ম রীতি মেনে
সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত গাংটে গ্রামে গাংটে শ্রীমা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ বছর প্রথম দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। নিয়ম রীতি মেনে সেই দুর্গাপূজা করা হচ্ছে বুধবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে।