মেখলিগঞ্জ: বাইকের ধাক্কায় ছাগলের মৃত্যু, গুরুতর জখম এক মহিলা; ঘটনায় চাঞ্চল্য পাঁচমাইল সংলগ্ন রাজ্য সড়কে
বাইকের ধাক্কায় ছাগলের মৃত্যু, গুরুতর জখম এক মহিলা। বুধবার বিকেল নাগাদ মেখলিগঞ্জের পাঁচমাইল সড়কে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী বাইকের সঙ্গে রাস্তার উপর থাকা একটি ছাগলের ধাক্কা লাগায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে। এই ঘটনায় ঘটনাস্থলেই ছাগলটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ধাক্কার তীব্রতায় বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি ঘটায়।"