পাথরপ্রতিমা: সাগর: ঢোলাহাট থানার রাধামোহন ক্লাব সংলগ্ন এলাকা থেকে বড়সড় সাফল্য
দক্ষিণ 24 পরগন জেলার পাথরপ্রতিমা ব্লকে ঢোলাহাট থানার পুলিশ আজ দুপুরে দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতে রামমোহন ক্লাব সংলগ্ন এলাকার কাছ থেকে সরকারি ট্রান্সফরমার তার সহ একাধিক বৈদ্যুতিক জিনিস বেআইনিভাবে চুরি হওয়ার জিনিস উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিশ।।