চাঁচল ২: দীর্ঘদিনের দাবির অবসান, চাঁচলের থানাপাড়ায় রাস্তার শিলান্যাস করলেন সাংসদ খগেন মুর্মু
দীর্ঘদিনের দাবি পূরণ। অবশেষে মালদার চাঁচলের থানাপাড়ায় রাস্তা শিলান্যাস করলেন মালদা উত্তরের বিজিবি সাংসদ খগেন মুর্মু। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই রাস্তা উদ্বোধনের শিলান্যাস করেন বিজেপি সাংসদ। সংসদ তহবিলের প্রায় 14 লক্ষ টাকা ব্যয় ১৬০০ মিটার রাস্তা কাজ শুরু হবে।