কুমারসান্ডা গ্রামের কাছে টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন।মোটর বাইকটি মুর্শিদাবাদের মোর গ্রামের দিকে থেকে দ্রুত গতিতে আসছিল আর টোটোটি লোহাপুর থেকে মোরগ্রামের দিকে যাচ্ছিল তখনই তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইকে দুই জন আরোহী ছিল আর টোটোতে চালক সহ আরো কয়েক জন চেপে ছিল।টোটো চালক সহ মোটর বাইকে চেপে থাকা দুই আরোহী মোট তিন জন গুরুতর আহত হয়।আর টোটোয় থাকা যাত্রীরা অল্প বিস্তর আহত হন। হাসপাতালে পাঠানো হয়েছে।