জয়দেব কেন্দুলির অজয় নদের উপর অস্থায়ী ফেরিঘাটের রাস্তার কাজ পুনঃরায় শুরু হয় ইলামবাজার ব্লক প্রশাসন ও জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের বিনা অনুমতি ছাড়াই বিকাল ৩টে সময়। পশ্চিম বর্ধমান জেলার সাধারণ মানুষদের দাবি বিক্ষোভ এবং পথ অবরোধের জেরে এই রাস্তা বিদবিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে পুনঃনির্মাণের কাজ শুরু হয় বলেই এমনটা জানা যায়।