আউশগ্রাম ১: বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে বিল্বগ্রাম এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ
বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ বিল্বগ্রাম এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নিতাই কোঁড়া। তার বাড়ি বিল্বগ্রামের চুয়ারী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতের অন্ধকারে বিল্বগ্রাম এলাকায় চুপিসারে চোলাই মদ বিক্রি হচ্ছিল বলে পুলিশ খবর পায়। তারপরেই পুলিশ সেখানে হানা দিতেই মেলে সাফল্য। নিতাই কোঁড়াকে চোলাই মদ সহ হাতেনাতে ধরে পুলিশ।