ভগবানগোলা ২: ভগবানগোলার আশানপাড়ায় ভয়াবহ বজ্রাঘাত: দোতলা বাড়ি ক্ষতিগ্রস্ত, অসুস্থ কিশোরী, ট্রান্সফরমার বিকল, পাখির মৃত্যুতে এলাকায
ভগবানগোলার আশানপাড়ায় শুক্রবার দুপুরে প্রবল বজ্রপাত তাণ্ডব চালায়। দুপুর প্রায় ৩টা ৩০ মিনিট নাগাদ আকস্মিক বজ্রাঘাতে একটি পাকা দোতলা বাড়ির এক কোণ ভেঙে পড়ে যায়। ঘটনায় ওই বাড়িতে থাকা এক কিশোরী অসুস্থ হয়ে পড়ে, পরিবারের সদস্যরা আতঙ্কিত অবস্থায় তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রাঘাত শুধু একটি বাড়ি নয়, আশেপাশের আরও কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি ঘটায়। এলাকার বিদ্যুৎ সরবরাহকারী একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। অনেকের বাড়ির ফ্যা