হলদিবাড়ি: কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় পথ কুকুরকে বাঁচাতে গিয় পথ দুর্ঘটনায় আহত হলো এক বাইক আরোহী
পথ কুকুরকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায়। আহত বাইক আরোহীর নাম মতিবুল হক। তার বাড়ি উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জুম্মার পার এলাকায়। ঘটনায় মতিবুল বাবু প্রানে বেঁচে গেলেও তাঁর হাত ও পায়ে গুরতর চোট পায় বলে জানা যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।