খড়দহ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে শুরু হলো চারদিন ব্যাপী আয়োজিত রাস উৎসব বছরে দুইবার আয়োজিত হয় মন্দিরে রাস উৎসব, এর মধ্যে কোজাগরি পূর্ণিমা থেকে শরৎ রাস যেটি মন্দিরেই আয়োজিত হয় এবং তারপরে পালিত হয় সেই মহারাস, যা চার দিন ধরে চলে এই উৎসবের প্রথম দিন অর্থাৎ বুধবার নটর বর বেশ ধারণ করেন রাধা ও শ্যাম সুন্দর চতুর দোলায় করে রাস মন্দিরে পাড়ি দেন এমন ভাবেই আগামী তিন দিন ধরে চলবে রাস উৎসব এবং চতুর্থ দিনের রাধা ও শ্যামসুন্দর নিজের মন্দিরে ফিরে আসবেন