বলরামপুর: রসুলডি গ্রামের অদূরে গভীর রাতে উল্টে গেল বোলেরো গাড়ি,জখম একাধিক
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বোলেরো গাড়ি। জখম একাধিক। গতকাল গভীর বলরামপুর বাঘমুন্ডি রাজ্য সড়কের রসুলডি গ্রাম সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে একেবারে উল্টো হয়ে পড়ে যায়।