গাইঘাটা: ফলের রস খেয়ে ১৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার করছেন মমতা ঠাকুর
উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বীণাপাণি ঠাকুরের ঘরের সামনে গত ৫ ই নভেম্বর থেকে এস আই আর এর প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরণ অনশন শুরু করেছিল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ । পরবর্তীতে অনশনে বসেন মমতা ঠাকুর নিজে । আজ মমতা ঠাকুর আমরণ অনশন প্রত্যাহার করলেন । আগামীতে বৃহৎ আকারে আন্দোলন করবার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে ঠাকুরনগর অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মমতা ঠাকুর ।