সালানপুর: কংগ্রেসের শ্রমিক সংগঠনের পথ সভা বার্নপুর সেল কারখানার সামনে
কংগ্রেসের শ্রমিক সংগঠনের পথ সভা বার্নপুর সেল কারখানার সামনে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শিল্পশহর বার্নপুর সেল কারখানা বা বার্নপুর ইস্কো কারখানা গেটের সামনে আজ বিকাল ৪টা থেকে কংগ্রেসের শ্রমিক সংগঠন intuc তরফে কারখানার ঠিকা শ্রমিকদের নিয়ে এক পথ সভা করা হলো যেখানে বোনাস, বকায়া পেমেন্ট, চাকরি সুরক্ষা সহ একাধিক দাবি নিয়ে এই পথ সভা করা হলো। উপস্থিত ছিলেন কারখানা শ্রমিক সংগঠনের নেতা হরজিৎ সিংহ, বিজয় সিং, অজয় রাই, মোহাম্মদ আনোয়ার, অশোক শ্রীবাস্তব, বিপ্ল