এগরা ১: এগরা-বাজকুল রাজ্য সড়কে মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা,মারুতির সঙ্গে মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু ১ আহত ২
এগরা বাজকুল রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মারুতি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু ১ আহত দুই,জানা গেছে এগরা বাজকুল রাজ্য সড়কের মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে ভগবানপুরের দিকে একটি মাছ বোঝায় মেশিনম্যান যাচ্ছিল উল্টো দিক থেকে একটি মারুতি ভ্যান আসছিল।মির্জাপুর স্ট্যান্ড এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় মেশিন হলে চালক আহত হয় মারুতি ভ্যানে চালকসহ আরো এক সঙ্গী,আহতদের চন্ডিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়.