পূর্বস্থলী ২: পাটুলির নারানপুরে গৃহস্তের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩, ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি নারায়ণপুর এলাকায় এক গৃহবধূর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর রাতে লক্ষ্মী মজুমদার নামে এক মহিলার বাড়ি থেকে সোনার গয়নাসহ বেশ কিছু দামী সামগ্রী চুরি যায়। পরদিন, অর্থাৎ ২৬ অক্টোবর, তিনি পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পূর্বস্থলী থানার পুলিশ দেবব্রত ভট্টাচার্য, সবিতা ভট্টাচার্য এবং গোবিন্দ ঘোষ নামে তিনজনকে গ্রেফতার করে।