মেমারি ১: মেমারিতে রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ২ বছরের বাচ্চার
আবার দুর্ঘটনা মেমারিতে। আবার সেই মোটর ভ্যান। এবার মটর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দু বছরের বাচ্চার। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত কুচুটে। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কুচুট অঞ্চলে বারকোনা বাসস্ট্যান্ডের কাছে বাবা মার সাথে রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত বাচ্চাটির নাম রুদ্র সরকার।